শহীদ মুক্তিযোদ্ধা এম এ ছবুরের নামে সড়ক দাবি

14

পটিয়ার হরিণখাইনে শহীদ মুক্তিযোদ্ধা এম এ ছবুরের বাড়ির যাতায়াতের একমাত্র সড়কটি খানাখন্দকে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। গত ১ মার্চ পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন এর নেতৃত্বে সড়কটি পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা যুগল সরকার, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা রনজিত দাশ, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম। স্থানীয় ইউপি সদস্য শওকত আকবর মুক্তিযোদ্ধাদের রাস্তাটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা তুলে ধরেন এবং উল্লেখিত রাস্তাটি শহীদ মুক্তিযোদ্ধা শহীদ এমএ ছবুরের নামে নামকরণ করে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্যে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে শহীদ এমএ ছবুরের ভ্রাতুষ্পত্র জয়নাল আবেদীন কোম্পানি, নুরুল হক, রবিউল হোসেন বাদশা, বদরুল হক, মৌলানা সাইফুল্লাহ আল কাদেরী, জাফর আহমদ, জাহাঙ্গীর আলম, মাহফুজ চৌধুরী, মো. নাছির, মো. ইছহাক মিয়া, আবু বক্কর কোম্পানি, শামসুল আলম, আলমগীর চৌধুরী, আবুল কালাম, শেয়ার আলী, আবু তৈয়ব, শাহ আলম, আবুল কাশেম, খলিফা মোহাম্মদ, রাসেল, মো. আরিফ, মো. আসিফ, মো. আশিক, মাসুদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি