শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

48

পেকুয়া : সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যদায় কক্সবাজারের পেকুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি চারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাঈকা শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উম্মে কুলছুম মিনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার তপন কুমার রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের আহমেদ, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম, পেকুয়া থানার এএসআই আতিকুর রহমান, উপজেলা যুুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক, প্রধান শিক্ষক আবুল হাসেম। সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ পেকুয়া মডেল সরকারি জি.এম.সি ইনস্টিটিউশন ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করনা হয়।
রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং : রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর প্রেসিডেন্ট আজিজ-উল গণি চৌধুরীর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও তিন জন বরেণ্য বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন- মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ জাহিদ হোসাইন শরিফ, মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ মইন উদ্দিন সি.এস.সি স্পেশাল এবং মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লে. গভর্নর মাহফুজুল হক, এডি. লে. গভর্নর মোহাম্মদ শাহজাহান, এডি. লে. গভর্নর ওমর আলী ফয়সাল, ডেপুটি গভর্নর নাসিরুল হক, এসিস্টেন্ট গভর্নর পিপি এমদাদুল আজিজ চৌধুরী ও জাহেদা আক্তার মিতা, জোনাল সেক্রেটারি সানিউল ইসলাম, পিপি রুহেলা খান চৌধুরী, পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি নুরুল আলম কিরণ, পিপি আবু হায়দার চৌধুরী আমজাদ, মুক্তিযোদ্ধা রোটারিয়ান ডাঃ সরফরাজ খান চৌধুরী বাবুল, প্রেসিডেন্ট ইলেক্ট এস.এম. জমির উদ্দীন, ক্লাব সেক্রেটারি সৈয়দা কামরুন্নাহার প্রমুখ।
সংবর্ধিত অতিথি মুক্তিযোদ্ধারা বলেন, খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এ দেশের অর্থনীতি। আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বোয়ালখালী তৃণমূল এনডিএম: বোয়ালখালীর একটি কমিউনিটি সেন্টারে ১৪ ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে তৃণমূল এমডিএম।
তৃণমূল এনডিএমের বোয়ালখালী উপজেলার আহবায়ক ও সাবেক ছাত্রনেতা প্রণব চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা তৃণমূল এনডিএমের সদস্য সচবি মো. ইউসুফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন। তৃণমূল এনডিএম’র চেয়ারম্যান খোকন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মো. নুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব এম এস চৌধুরী শুভ, চট্টগ্রাম মহানগরের তৃণমূল এনডিএমের আহবায়ক মো. নুরুল কবীর শাহ, যুগ্ম মহাসচিব সিরাজুন নূর বেগম প্রমুখ।