শহীদ জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন

56

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেন, শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন সুশাসন দ্বারা। আর আওয়ামী লীগ গণতন্ত্র ও মানুষের অধিকার হরণ করেছে রাষ্ট্রীয় শক্তি দ্বারা। ক্ষমতার মসনদে বসে আওয়ামী লীগ ভোটের নামে জনগণের সাথে যে র্নিলজ্জ প্রতারণা করেছে তাতে পুরা জাতি ভোট প্রয়োগে শুধু বঞ্চিত হয়নি, চরমভাবে অপমানিত হয়েছে। এ ধরনের অসভ্যতা কোন দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন করতে পারে না। গতকাল হাটহাজারী উপজেলা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জম্ম বার্ষিকী উপলক্ষ্যে এক দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে এস এম ফজলুল হক এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা মাওলানা মীর কাশেম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইসমাইল, উপজেলা বিএনপি নেতা একরাম হোসেন চৌধুরী সেলিম, শফিউল জামান, এম.ইলিয়াছ আলী, সৈয়দ তাজুল ইসলাম মেম্বার, মোস্তফা মনোয়ার মুন্না, আবদুল মাবুদ শিমুল, আনোয়ার হোসেন, এডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল করিম বাবু,যুগ্ম-সম্পাদক কাজী রাশেদুল আলম, শাহজাহান সাহিল, শফিউল আজম চৌধুরী, রায়হান উদ্দিন, শওকত আলী,জিয়াউদ্দিন মিজান, মোহাম্মদ আনিসুল ইসলাম, আবদুর রহিম, আবু মনসুর চৌধুরী, এম.জি কিবরিয়া, মোরশেদুল আলম, আসিফ চৌধুরী, সুলতান মামুন, আবদুল মুবিন,সাজ্জাদ হোসেন রনি, রাকিবুল ইসলাম, ইমন, ও প্রমুখ। শেষে দেশ-জাতি ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অদুদিয়া মাদরাসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ক্বারী ছাহেব। খবর বিজ্ঞপ্তির