‘শহীদ আসাদের রক্তাক্ত পথ ধরেই ঊনসত্তরের গণঅভ্যুত্থান’

7

 

মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে আলোচনা সভা ২০ জানুয়ারি সকালে নগরীর সংগঠন কার্যালয়ে সংগঠনের সহ সভাপতি এডভোকেট সাইফুন নাহার খুশী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী। যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আবদুল মালেক খান, ডা.ফজলুল হক সিদ্দিকী, সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি মো. কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, সোহেল ইকবাল, এম এ হাসান, ইমরান হোসেন মুন্না, কোহিনুর আকতার, এস এম রাফি, ইয়াছিন আল হামিদ, সেলিম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা আন্দোলনে ১৯৬৯ এর ২০ জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ আসাদুজ্জামানের মৃত্যুর পর তিনদিনের শোক পালন শেষে ২৪ জানুয়ারি বঙ্গবন্ধুর ৬ দফা ও ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফার ভিত্তিতে রাজপথে বাংলার মানুষের বাঁধভাঙা জোয়ারে সংগঠিত হয় ঐতিহাসিক গণ অভ্যুত্থান। বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রামে শহীদ আসাদের আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণার অফুরান উৎস হয়ে থাকবে। বিজ্ঞপ্তি