শহীদদের স্মরণ করলো সমন্বয় ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদ

23

 

সমন্বয় ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদ মুজাফরাবাদের উদ্যোগে এবং পটিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৯৭১ সালের ৩ মে মুজাফরাবাদ গ্রামের নিহত তিনশতাধিক শহীদ স্মরণে গত ৩ স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রাদ্ধানুষ্ঠান, গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, দেবব্রত দাশ দেবু, ডা. সব্যসাচী নাথ, এএসপি তারেক রহমান ও ওসি রেজাউল করিম মজুমদার। বিকেলে স্মরণসভায় আহŸায়ক অধ্যাপক বনগোপাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন হুইপ সামশুল হক চৌধুরী ও উদ্বোধক ছিলেন বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রফেসর ড.তাপসী ঘোষ রায়। সুমন চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন সঞ্জয় চৌধুরী, বিপ্লব সেন, জয় প্রকাশ দত্ত, বীর মুক্তিযোদ্ধা সুনীল বিশ্বাস, এডভোকেট সাধন বিকাশ ঘোষ, লায়ন সন্তোষ কুমার নন্দী, হারাধন মজুমদার, আশীষ দত্ত, প্রদীপ কর ও প্রকাশ ঘোষ পিকলু, কাজল কর, বিপ্লব চৌধুরী, অপু ঘোষ, নিউটন বিশ্বাস। উপস্থিত ছিলেন সাগর মজুমদার, মেম্বার রতন সেন, মেম্বার শুক্লা চৌধুরী, শান্তনু রায় চৌধুরী, সন্তোষ চৌধুরী, অনুপম ঘোষ নিতাই, প্রকৌশলী সুহাস চৌধুরী, রিটন বিশ্বাস, আশীষ বিশ্বাস, মিঠু চৌধুরী, রাজীব সেন, মিঠুন চৌধুরী, মিঠু ঘোষ, সুমিত ঘোষ, অমিত ঘোষ, রিপন ঘোষ, শংকর ঘোষ, বাবু প্রকাশ ঘোষ ও টিটন মজুমদার। স্মরণসভা শেষে গণসঙ্গীতে অংশ নেন আশীষ দত্ত, প্রদীপ কর, রাজীব চৌধুরী ও বিন্দু চৌধুরী। বিজ্ঞপ্তি