শহিদ মুরিদুল আলম সড়কের পানির পাইপ তুলে নিলেন সড়ক বিভাগ

46

চন্দনাইশ পৌরসভার গাবতল এলাকায় দীর্ঘ কয়েক বছর আগে শহীদ মুরিদুল আলম সড়ক খুঁড়ে চালানো পানির পাইপ তুলে নিলেন সড়ক ও জনপথ বিভাগ। শহীদ মুরিদুল আলম সড়কের চন্দনাইশ পৌরসভার গাবতল এলাকায় সড়কের নীচ দিয়ে আবাসিক ভবনে পানি চলাচলের জন্য পানির পাইপ স্থাপন করেছিলেন স্থানীয় সবদর হোসেন নামের এক ব্যক্তি। বিষয়টি দেরিতে হলেও সড়ক ও জনপথ বিভাগ অবগত হয়ে সম্প্রতি সড়কটি খুঁড়ে পানি চলাচলের পাইপটি তুলে নেন। ফলে সড়কটি ক্ষত অবস্থায় দেখতে পেয়ে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রশ্নের উদ্ভব ঘটে। এ ব্যাপারে সবদর হোসেন বলেছেন, তিনি দীর্ঘ কয়েক বছর আগে তার আবাসিক ভবনে পানি সরবরাহের জন্য সড়কের নীচ দিয়ে পানির পাইপ স্থাপন করেছিলেন। সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ পানির পাইপটি তুলে নিলে তিনি সড়কের উপর দিয়ে গাছের ডালের সাথে পানির পাইপ লাগিয়ে পানি সরবরাহ করছেন। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে বলেছেন, তারা বিষয়টি জেনে সড়কের নীচ থেকে পানির পাইপটি অপসারন করেছেন। সড়কের সংস্কার কাজ শুরু হলে সড়কের ক্ষত স্থানটি সংস্কার করা হবে বলে জানান।