‘শর্ট রান’ নিয়ে তুমুল বিতর্ক সুপার ওভারে পাঞ্জাব ট্র্যাজেডি দিল্লির জয়

18

স্পোর্টস ডেস্ক

মায়াঙ্ক আগারওয়ালের অনবদ্য ৮৯ রানের ইনিংসের উপর ভরকে পাঞ্জাব জয়ের খুব কাছে পৌঁছালেও শেষ ৩ বলে মাত্র ১ রান নিতে পারেনি পাঞ্জাব। ৪র্থ বল ডট, স্টয়নিস এর ইনিংসের শেষ দুই বলে মায়াঙ্ক ও জর্ডান ক্যাচ আউট হলে ম্যাচ টাই হয়ে যায়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাব (মাত্র ২ রান)কে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের দ্বিতীয় ম্যাচে গতকাল রবিবার রাতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে পাঞ্জাব।
সুপার ওভার বিশেষজ্ঞ কাগিসো রাবাদা পর পর দুই বলে উইকেট তুলে লক্ষ্য দাঁড় করান মাত্র তিন রান। সেটি তুলতে কোনও সমস্যাই হয়নি আয়ার ও ঋষভ পন্তের। এ ম্যাচে আম্পায়ার বিতর্কিতভাবে একটি রান শর্ট দিয়েছেন পাঞ্জাবকে। রান কেটে নেওয়াতেই টাই হওয়া ম্যাচটি চলে যায় সুপার ওভারে। অবশ্য টিভি রিপ্লেতে স্পষ্টই দেখা যায়, জর্ডানের ব্যাট ক্রিজের ভেতরেই ছিল।
পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এমন ঘটনায়। লেগ আম্পায়ারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে পাঞ্জাব। স্টয়নিসের হাতেই উঠেছে শ্রেষ্ঠত্বের পুরস্কার। সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৫৭/৮ (স্টয়নিস ৫৩, আয়ার ৩৯, পন্ত ৩১, শামি ৩/১৫, কটরেল ২/২৪, বিষ্ণোই ১/২২) ও কিংস ইলেভেন পাঞ্জাব: ২০ ওভারে ১৫৭/৮( আগরওয়াল ৮৯, রাহুল ২১, গৌতম ২০, অশ্বিন ২/২, রাবাদা ২/২৮, স্টয়নিস ২/২৯)।