শরিয়ত ও তরিকত চর্চার মাধ্যমে আত্মশুদ্ধির শিক্ষা নিতে হবে

16

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শরিয়ত ও তরিকত চর্চার মাধ্যমে আত্মশুদ্ধির শিক্ষা নিতে হবে। মাদরাসার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন ক্ষেত্রে ভর্তি হয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে। মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে স্কুল কলেজের পাশাপাশি মাদরাসায় ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি মাদরাসার উন্নয়নমূলক কাজের জন্য পুনরায় ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। গত ২৭ জানুয়ারি বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত সাতবাড়িয়া মোহাম্মদ খালী বন্দী শাহ (রহ:) সুন্নিয়া তাহফিজুল কুরআন নূরানী মাদরাসা ও এতিমখানার মাদরাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক সভায় তিনি প্রধান অতিথির বক্তব‍্যে এসব কথা বলেন।
চেয়ারম্যান আহমুদুর রহমানের সভাপতিত্বে বার্ষিক সভা উপলক্ষে মিলাদ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহম্মদ জুনু, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মোহাম্মদ মহিউদ্দীন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা ফোরক আহম্মদ, সাবেক মেম্বার মতিউর রহমান, মোহাম্মদ হোসেন। তকরির করেন- মাওলানা কাজী ছিদ্দিক আহম্মদ নঈমী, মাওলানা আবদুল কাদের, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দীন, মাওলানা শরফুদ্দীন, মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দীন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা রমিজ আহম্মদ ছমদী, মাওলানা আবদুল জব্বার।