শরতের চিঠি

180

আজ শরতের চিঠি এলো ঋতুর রঙিন খামে
প্রকৃতির অন্তরে খুশির ঝরনাধারা নামে
শিরিন হাওয়া কাঁপন লাগায় শুভ্র কাশের বনে
শেফালি ফুল হয় যে আকুল ভ্রমরের গুঞ্জনে।

রূপোর বরণ চাঁদ ছড়ালো জোছনা রাশি রাশি
জোনাক জ্বালায় পিদিম,ঝিঁ ঝিঁ বাজায় সুরে বাঁশি
শিশির কণা আদরে দেয় চরণে চুমকুড়ি
সাদা মেঘের কন্যা বলে,বন্ধু,এসো উড়ি।

মন ছুটে যায় মিষ্টি তালের ঘোরলাগা মৌতাতে
তালের পিঠার লোভে লোভে ঘুম ভেঙে যায় প্রাতে
ঝির ঝির ঝির দিঘির জলে শাপলা শালুক ফুল
শরৎ মেয়ের প্রীতিতে হয় আনন্দে মশগুল।

আজ শরতে করবো যাপন মায়াবতী দিন
করলো শরৎ মনের পরত আনন্দে রঙিন।