শবনম ফারিয়ার বিয়ে ও শুটিং ‘ক্রাইসিস’

176

আয়নাতে শবনম-অপু, আকদ অনুষ্ঠানেনিজের বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে ১ ফেব্রুয়ারি, ঘটা করে। তারও আগে, মেহেদি উৎসব আর হলুদ সন্ধ্যা। মূলত সেই আয়োজনের প্রস্তুতি নিয়ে এখন বেশ চাপে আছেন, ‘দেবী’ খ্যাত শবনম ফারিয়া।
তিনি বললেন, ‘দাওয়াতের কার্ড বিলি-বণ্টন করতে করতেই পাগল হয়ে যাচ্ছি। এখনও দুনিয়ার মানুষ বাকি! অনুষ্ঠান করবো, বৌ সাজবো, সবাই আসবে, ছবি তুলবে- এসব ভেবে বেশ খুশি খুশি লাগছে। কিন্তু ক্রাইসিসে পড়ে গেলাম দাওয়াত কার্ড মেনটেইন করতে গিয়ে।’
শুধু কি বিবাহোত্তর অনুষ্ঠানের প্রস্তুতি? সঙ্গে চলছে শুটিং-ও। সেখানেও রয়েছে ক্রাইসিস! ফারিয়া স¤প্রতি শুরু করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটকের। এটার নাম ‘ফ্যামিলি ক্রাইসিস’।
তবে নাটকের নামের সঙ্গে ফারিয়ার কাজের অভিজ্ঞতায় বেশ ফারাক। গালভরা হাসি নিয়ে ফারিয়া বললেন, ‘একটা বিউটিফুল পরিবারের সঙ্গে কাজ করছি এখন। শুটিংয়ের সময়টা খুব উপভোগ করছি। প্রতিদিন অনেক কিছু শিখছি আমার সিনিয়র সহশিল্পীদের কাছ থেকে। বিশেষ করে সেলিম ভাই, রুনা আপা, শর্মিলী মায়ের পরামর্শ আর দোয়া পাচ্ছি। এমন একটি পরিবারের সদস্য করার জন্য ধন্যবাদ জানাই নির্মাতা রাজ ভাইকে।’
শুটিং চলতি এই ধারাবাহিকে শবনম ফারিয়া ছাড়াও অভিনয় করছেন শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, রুনা খান, শামীম হাসান সরকার, রাইসা প্রমুখ। নির্মাতা জানান, নাটকটির গল্প এগিয়েছে একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের রোজকার টানাপড়েন নিয়ে এর গল্প এগিয়েছে। যেখানে শবনম ফারিয়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিমের ছোট বোনের চরিত্রে।
‘ফ্যামিলি ক্রাইসিস’-এর শুটিংয়ে শবনম ফারিয়া ও তার পরিবারের সদস্যরাতো এই নাটকের শুটিংয়ে শবনম ফারিয়ার ক্রাইসিস না থাকলেও চরিত্রে নিশ্চয়ই তেমন কিছু রয়েছে। জবাবে ফারিয়া বাংলা ট্রিবিউনকে বললেন, ‘তা তো আছেই। একটা সংসারের সব রকমের ক্রাইসিস তুলে ধরার গল্প এটি। এখানে আমার ক্রাইসিস হলো একটি পরিবারের ছোট মেয়ের যেমন থাকে, তেমনই। বাবা নেই, মা আছেন। বড় ভাই, ভাবি আছেন। পড়াশুনার জন্য ভাইদের কাছ থেকে রাত-দিন বকা খেতে হয়। কিন্তু টেবিলে আমার মন বসে না। আবার ভাইদের কাছে টাকা২ পাই, আবার পাই না। এরকম ছোট ছোট অনেক ক্রাইসিস উঠে আসবে। যেগুলো আমাদের প্রতিটি মিডলক্লাস ফ্যামিলিতে নিয়মিত বিষয়। গল্পটা পরিচিত কিন্তু গাঁথুনিটা চমৎকার।’