শত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

53

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আগামী ২৭ জানুয়ারী ২০২০ সোমবার বিকাল ৪টায় নগরীর থিয়েটার ইনষ্টিটিউট মিলনায়তনে শতজন মুক্তির সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা এ উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ সকালে নগরীর জামাল খাঁন রোডস্থ সংঘঠনের অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমের সঞ্চালনায়ে অনুষ্ঠিত প্রস্তুুতি সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সর্দার বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফর আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ মাহমুদ ইছহাক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, বীর মুক্তিযোদ্ধা সরিন্দ্র সেন, বীর মুক্তিযোদ্ধা গৌরি শংকর, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুল হক সাংস্কৃতিক সংগঠক অরুন চন্দ্র বণিক, আই ই বি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী প্রবীর কুমার সেন, সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ,ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন, লিটন রায় চৌধুরী, সাবেক ছাত্রনেতা এম এ মান্নান শিমুল, এড. সৈয়দ খোরশেদ আলম হেলাল, এস এম মামুনুর রশিদ, শান্তু দাশ গুপ্ত, সংস্কৃতিকর্মী শওকত আলী সেলিম, নজরুল ইসলাম মোস্তাফিজ, কবি সজল দাশ, জয়দেশ দাশ যদু। প্রস্তুতি সভায় সকলের সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য নঈম উদ্দিন চৌধুরীকে আহব্বায়ক ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সদস্য সচিব লেখক ও প্রাবন্ধিক শেখ মুজিব আহমদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারের শততম জন্মবার্ষিকি মুজিববর্ষ উপলক্ষে শতজন মুক্তি সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি