শতবর্ষী পুকুর ভরাট বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

6

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে শত বছরের পুকুর ভরাট বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আশরাফ উদ্দিন পুকুর ভরাটস্থলে উপস্থিত হয়ে ভরাট কাজ বন্ধ করেন। এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির সংলগ্ন শত বছরের একটি পুকুর ভরাট করছে একটি চক্র। আমরা বিষয়টি সরেজমিনে দেখেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি। পুকুর ভরাট কাজে কাউকে ঘটনাস্থলে না পেলেও আমরা ভরাট কাজ বন্ধ রাখতে তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে’। জানা যায়, সীতাকুন্ড পৌরসভা কলেজ রোডস্থ ৩নং ওয়ার্ডের বড় বাজারের হিন্দু স¤প্রদায়ের মন্দির সংলগ্ন শত বছরের একটি পুকুর গত কয়েকদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ভরাট করছে সংঘবদ্ধ একটি প্রভাবশালী চক্র। প্রায় ৫৯ শতকের এই পুকুরটি ভরাট করতে রাতের বেলায় ট্রাকে ট্রাকে বাহির থেকে বালু এনে পুকুরে ফেলে ভরাট কাজ চলছে। দীর্ঘদিন ধরে পুকুরটি নিয়ে মালিকানা বিরোধ থাকায় পুকুরটির অনেক পাশ অবৈধ দখলদাররা দখল করে নেয়। পুকুরটি থাকার কারণে বড় বাজার মন্দির সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুকুর থেকে পানি নিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রণের কাজ করা সম্ভব হয়েছে।