শচীন-গাভাস্কারদের চেয়েও সেরা কোহলি

6

ভারতের সাবেক ওপেনার নভোজাত সিং সিধু বলছেন, তার চোখে সর্বকালের সেরা ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় সংবাদ মাধ্যমে এ কথা জানান তিনি। তার তালিকায় স্থান পাননি কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার এবং স্যার ভিভ রিচার্ডসের মতো মহাতারকা। শুক্রবার থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলবেন কোহলি। ফ্র্যাঞ্চাইজি দলটিতে তারকা ব্যাটার ওপেনার হিসেবে খেলেন। সিধুর দিকে প্রশ্ন ছিল, কোহলির তিনে খেলা উচিত কিনা। কারণ আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত কোহলিকে তিনে খেলানোর চেষ্টা করবে। তখন সিধু জানান এটা আসলে দলের চাওয়ার বিষয়।
ওয়ানডে ক্রিকেটের সর্বাধিক সেঞ্চুরিয়ান কোহলিকে নিয়ে সিধু বলেছেন, ‘আমি তাকে ভারতের সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করি। সুনীল গাভাস্কারের সময় সত্তরের দশক, তার হেলমেট ছাড়া ব্যাটিংয়ের ধারাভাষ্য রেডিওতে শুনতাম। তিনি ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলারদের মোকাবেলা করেছেন। এরপর আসলেন শচীন টেন্ডুলকার, আরেক যুগ। তারপর আসলেন মহেন্দ্র সিং ধোনি এবং আসলেন বিরাট কোহলি। আপনি যদি চারজনের দিকে তাকান, আমি তাকে সেরা বলব, কারণ সে তিন সংস্করণকে মানিয়ে নিতে পেরেছে।’ কোহলি সম্পর্কে ৬০ বর্ষী সিধুর মূল্যায়ন।