শঙ্খনদী থেকে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

15

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশের শঙ্খনদীতে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন করে কৃষি জমিতে রাখার অপরাধে বালু উত্তোলনকারী প্রকল্প ইনচার্জ হাবিবুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।
গতকাল সোমবার বিকেলে শঙ্খনদী থেকে বালু উত্তোলনের সংবাদ পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার সরেজমিনে পরিদর্শনে যান। এসময় বালু উত্তোলনকারী ড্রেজারের পরিচালনাকারী প্রকল্প ইনচার্জ হাবিবুর রহমানের সাথে কথা বলে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের সত্যতা পান তিনি। এ জন্য ২ লাখ টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার বৈলতলী এলাকায় ড্রেজারের মাধ্যমে নদী শাসন ও বালু উত্তোলনের ফলে সরকারি কোটি কোটি টাকার ব্লক শঙ্খনদীতে বিলীন হওয়া এবং শঙ্খনদীর দুইপাড়ে নদী ভাঙ্গনের প্রতিবাদে বৈলতলীর হাজার হাজার মানুষ নদী পাড়ে মানববন্ধন করে। বিষয়টির সত্যতা যাচাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল সোমবার সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি বালু উত্তোলনকারীদের সাথে কথা বলেন এবং বালু উত্তোলন করে কৃষি জমিতে রাখার কারণে এ জরিমানা করেছেন বলে তিনি জানান।