শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় জাওয়াদ এখন নিম্নচাপে

46

পূর্বদেশ অনলাইন

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে রোববার (৫ নভেম্বর) দুপুরের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

‘জাওয়াদ’ উপকূলে প্রবেশ না করলেও দিঘার সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে রোববার সকাল থেকে। উত্তাল রয়েছে পুরীর সমুদ্র।

শক্তি হারিয়ে শনিবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। রোববার সকালে তা আরও শক্তিক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রোববার দুপুরেই নিম্নচাপ হয়ে পুরীতে ঢোকার কথা রয়েছে ‘জাওয়াদ’-এর। তার পরে নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে।

আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী ‘জাওয়াদ’ আরও দুর্বল হয়ে স্রেফ একটি নিম্নচাপ যুক্ত অঞ্চলে পরিণত হবে ওড়িশা এবং বাংলার উপকূলবর্তী এলাকায়। এ কারণে ঝড়ো হাওয়া না বইলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।