শওকত বাঙালির রোগমুক্তি কামনায় মসজিদে অনুদান

15

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং যুদ্ধকালীন মুজিব বাহিনী প্রধান, রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা, শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের তেত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত বছরব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় এবং তার তৃতীয় পুত্র বর্তমানে ভারতের চেন্নাইয়ে চিকিৎসারত লেখক-সাংবাদিক ও যুদ্ধাপরাধবিরোধী আন্দোলনের শীর্ষ নেতা শওকত বাঙালির আশু রোগমুক্তি কামনায় গত ২৮ মে জুমার দিনে রাউজানের মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের প্রথম পুত্র কুয়েতে মিনিস্ট্রি ডিফেন্সে কর্মরত সিভিল প্রকৌশলী শওকত ওসমান, ২য় পুত্র কুয়েতে কর্মরত প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী শওকত হোসাইন ও ছোট পুত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ শওকত আল আমিন-এর পক্ষে মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সচিব গোলাম মামুন জাবুর হাতে এ অনুদান পৌঁছে দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উত্তর জেলা সভাপতি, রিডার্স স্কুল কমিটির চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু ও সাবেক ছাত্রনেতা ও রাউজান থানা যুবলীগের সহ-সভাপতি সারজু মো. নাসের।
এক বার্তায় শওকত বাঙালি বলেন, আমরা এ ধরনের অনুদানের ধারা অব্যাহত রাখতে চাই এবং সামাজিক কর্মযজ্ঞের মাধ্যমে বাবার স্মৃতিকে জাগরুক রাখতে চাই। তিনি তার এবং পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেন। অনুদান প্রদান করায় মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের পরিবারের জন্য জুমার মোনাজাতে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি