লড়াকু তামিম

23

তামিম ইকবালকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই তিনি এখন বাংলাদেশের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। বাংলাদেশ দলের চলতি নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে তামিম ভালো না করতে পারলেও টেস্টে ফর্মে আছেন।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে তামিম সেঞ্চুরি করেন। ১২৬ রান করে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছিলেন ৭৪ রান করে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তামিম একাই লড়েছেন।
ওয়েলিংটন টেস্টে রবিবার দলের একমাত্র ব্যাটসম্যান হিসাবে হাফ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ৭৪ রান করে আউট হন তিনি। টেস্টে তামিমের এটি ২৭তম হাফ সেঞ্চুরি। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও সাদমান ইসলাম ভালো শুরু এনে দিলেও পরের ব্যাটসম্যান সেটি ধরে রাখতে পারেনি। যার কারণে ২১১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এরপর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৮ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে।