ল্যাব এশিয়ার ডেঙ্গুরোগ বিষয়ক সেমিনার

105

ডেঙ্গুরোগ বিষয়ক দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনার একটি অভিজাত হোটেলে অনুাষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় সেমিনার উদ্বোধন করেন ল্যাব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর ডা. এম.এ ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বন্দর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোর্শারফ হোসেন। ল্যাব এশিয়া এর উদ্যোগে উক্ত সেমিনারে প্রধান বক্তা ছিলেন বিআইটিআইডি হাসপাতালের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোঃ মামুনুর রশিদ। প্যানেল এক্সপার্ট ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জোলজি ডিপার্টমেন্ট এর অধ্যাপক মো. ইসমাঈল মিয়া। ডা. মারুফ মেহেদেী হাসানের উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন, ডা. টি.কে রায়, ডা. উৎপল বরণ মিত্র, ডা. মাসুদ রানা, ডা. আবদুল্লাহ্ ফাতমী, ডা.সানজিদা কবির (গাইনী), ডা. সরোয়ার কামাল পাশা, ডা. জয়নাল আবেদীন (চক্ষু বিশেষজ্ঞ), ডা. শাহাদাত হোসেন, ডা. ইফতে জাহান রাখি, ডা. দিলরুবা পারভিন, ডা. উম্মে মাকসুদা লোপা, ডা. তপন কুমার ধর, নুরউদ্দীন খান সাগর, ডা.তির্থ খাস্তগীর, ডা. কিশোর কুমার, ডা. আরিহা তাসিন, ডা.রুমি রানী চৌধুরী, ডা. উম্মে তাসলিমা জাহানসহ প্রায় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। সেমিনারে দীর্ঘ প্রাণবন্ত আলোচনায় ডেঙ্গু রোগের কারণ, বাহক, উপসর্গ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পদ্ধতি বিষয়ে আলোচনা করেন। বক্তারা জনসচেতনা বৃদ্ধিসহ পরিস্কার-পরিচ্ছন্নতা উপর জোর দেন। বিজ্ঞপ্তি