লোহাগাড়ায় ৫৩ হাজার ঘনফুট বালু জব্দ, ৪টি মেশিন ধ্বংস

19

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের তিনটি স্পটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে উত্তোলিত ৫৩ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলন কাজে ব্যবহ্নত ৪টি মেশিন ধ্বংস করা হয়েছে। গত ৭ জুন মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া, লাম্বাশিয়া ছড়া ও নারিচ্ছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহজাহান। এসময় লোহাগাড়া থানা পুলিশের এসআই সামশুদ্দোহা, এসআই নুর মোহাম্মদ, লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, পদুয়া ও চুনতি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ শাহজাহান বলেন, আইন অমান্য করে মিজান ও কালু গং কর্তৃক অবৈধভাবে উত্তোলিত সাড়ে ৫৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে এবং বালু উত্তোলনের ৪টি মেশিন ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।