লোহাগাড়ায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালা

7

লোহাগাড়ায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবীব জিতুর সভাপতিত্বে ভার্চ্যুয়ালীভাবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.জেড.এম শরীফ হোসেন। প্রশিক্ষণে ভার্চ্যুয়ালীভাবে এভিসিভি-২ এর জাতীয় প্রকল্প পরিচালক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তী ও সিনিয়র প্রজেক্ট ম্যানেজার সরদার এম আসাদুজ্জামান অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী। এসময় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. জানে আলম, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, আধুনগর ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম ওয়াহেদ, ইউপি সচিব এবং গ্রাম আদালতের সহকারীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে যথাযথ আইনী প্রক্রিয়ায় গ্রাম আদালতের নথি রেজিস্ট্রার লিপিবদ্ধ করার জন্য প্রকল্পের গ্রাম আদালতের বিভিন্ন ফরম ও রেজিস্ট্রার ইউপি চেয়ারম্যানদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব জিতু।