লোহাগাড়ায় বন্ধ দোকানপাট

37

করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসমাগম এড়াতে লোহাগাড়ার ৯ ইউনিয়নে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। গত ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সরেজমিন পরিদর্শনে গিয়ে উপজেলা সদর বটতলী মোটর স্টেশনের এমনচিত্র দেখা যায়। এসময় শুধু ওষুধ, মুদি ও কাঁচাবাজারের দোকান ছাড়া বাকী সব দোকানপাট বন্ধ ছিল। পুরো উপজেলাজুড়ে যেন সুনশান নিরবতা ও স্থবিরতা বিরাজ করছে। জানা যায়, ইতোপূর্বে দোকানপাট বন্ধ রাখতে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে মাইকিং করা হয়। এর প্রেক্ষিতেই গত মঙ্গলবার থেকে উপজেলার প্রত্যেকটি বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এতে বাজারগুলোতে লোকসমাগম কমে এসেছে। সর্বত্রই জনসমাগম শূন্য হয়ে পড়েছে। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বের হতে দেখা গেছে লোকজনদের। এছাড়া গণপরিবহনও বন্ধ। হাতেগোনা কয়েকটি লোকাল সিএনজি, মিনি ট্রাক ও পিকআপ চলাচল করতে দেখা গেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বাকি সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ ইতোমধ্যে উপজেলার হাট-বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা চালিয়েছে। এ নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এদিকে, গত বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনীও টহল দিতে দেখা গেছে।