লোহাগাড়ায় বনবিভাগের জায়গা উদ্ধারে গিয়ে ৫ বনকর্মী আহত

41

লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা মাইল্যা কাটা এলাকায় বনবিভাগের জায়গা উদ্ধার করতে গিয়ে ৫ বনকর্মীকে মারধর করে গুরতর আহত করেছেন সন্ত্রাসীরা। গত ৩০ নভেম্বর দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহতরা হলেন- টংকাবতী বন বিটের ভিলেজার আবুল হোসেন (৪৫), বনকর্মী কানুরাম আচার্য (৩৭), ভিলেজার রেজাউল করিম (৩৬), ফরেস্ট গার্ড কাজ্বী আরিফুল ইসলাম (৩২) ও ফরেস্ট গার্ড তুষার সাহা (৩৫)। সূত্রে জানা যায়, পদুয়া বনবিভাগের আওতাধীন পুটিবিলা পহরচাঁন্দা খুইন্যা কাটা এলাকায় সামাজিক বনায়নের বিএস দাগ নং ১১৮৭ রিজার্ভ ফরেস্টে সৃজিত ৩৭ একর জায়গায় জঙ্গল পরিস্কার করার সময় বাধা প্রদান করেন পুটিবিলা পহরচাঁন্দা মাঝের পাড়ার মৃত আতর আলীর পুত্র মোজাফ্ফর আহমদ (৩৫)। খবর পেয়ে টংকাবতী বিটের বনকর্মীরা বনের দীঘি এলাকায় একটি চায়ের দোকান হতে মোজাফ্ফর আহমদকে হাতেনাতে তাকে আটক করে সিএনজি যোগে নিয়ে আসার সময় মাইল্যা কাটা এলাকায় পৌঁছলে পুটিবিলা পহরচাঁন্দা এলাকার নুরুল ইসলাম, আবদুস ছালাম, ফয়েজ ও নুরুল কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল মোজাফ্ফর আহমদকে ছিনিয়ে নেয়। এসময় বাধা প্রদান করিলে টংকাবতী বিটের ভিলেজার আবুল হোসেন, রেজাউল করিম, কানুরাম চক্রবর্তী, ফরেস্ট গার্ড গাজ্বী আরিফুল ইসলাম ও তুষার সাহাকে দা ও কিরিচ দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরতর আহত করে। ঘটনার খবর পেয়ে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান ও লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে দ্রæত উপস্থিত হয়ে আহত ৫ বনকর্মীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতের মধ্য ৩জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হলেও ফরেস্ট গার্ড আরিফুল ইসলাম ও ভিলেজার আবুল হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান বলেন, পুটিবিলা খুইন্যা কাটা এলাকায় সামাজিক বনায়নের রিজার্ভ ফরেস্টে সৃজিত ৩৭ একর জায়গায় জঙ্গল পরিস্কার করার সময় বাগানে বাঁধা প্রদান করে মোজাফ্ফর আহমদ। পরে বনকর্মীরা তাকে আটক করে সিএনজি যোগে নিয়ে আসার সময় ১০/১২জনের সন্ত্রাসীদল বনবিভাগের ৫ বন কর্মীকে মারধর করে তাকে ছিনিয়ে নেয়। এতে বন কর্মীরা গুরতর আহত হয়। আমি ঘটনার খবর পেয়ে দ্রূত ঘটনাস্থলে ছুটে গিয়ে থানা পুলিশের সহায়তায় আহত ৫ বনকর্মীকে উদ্ধার করি। এব্যাপরে লোহাগাড়া থানার এসআই গোলাম কিরবিয়া বলেন, এ ঘটনায় তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।