লোহাগাড়ায় কঠোর লকডাউনে মাঠে তৎপর প্রশাসন

3

লোহাগাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। প্রতিদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে টহল দিচ্ছেন তাঁরা। এসময় কেউ চলমান কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, মুখে মাস্ক না পরা এবং অহেতুক ঘোরা-ফেরার কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। এদিকে, কঠোর লকডাউনের প্রথমদিন ২৩ জুলাই থেকে মঙ্গলবার ২৭ জুলাই পঞ্চম দিন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে অহেতুক ঘোরাফেরা, মুখে মাস্ক না পরা এবং দোকান খোলা রাখার দায়ে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারা অনুসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মোট ১৪৯টি মামলায় ১ লাখ ১৯ হাজার ৯৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে ২৩ জুলাই প্রথমদিনের অভিযানে ১৯ মামলায় ১৫ হাজার ৮০০ টাকা, ২৪ জুলাই দ্বিতীয় দিনের অভিযানে ১৬ মামলায় ৫ হাজার ২০০ টাকা, ২৫ জুলাই তৃতীয় দিনের অভিযানে ৭৬ মামলায় ৬৭ হাজার ৬০০ টাকা, ২৬ জুলাই চতুর্থ দিনের অভিযানে ২৮ মামলায় ২৮ হাজার ৩৬০ টাকা এবং ২৭ জুলাই পঞ্চম দিনের অভিযানে ১০ মামলায় ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিচালিত এসব অভিযানগুলোতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খোরশেদ আলম চৌধুরী।