লোহাগাড়ায় এসি ল্যান্ডের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি সম্পত্তি

61

লোহাগাড়া উপজেলা সদরের পুরান থানা এলাকায় সরকারী সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করার সময় এসি ল্যান্ড নিলুফা ইয়াসমিন চৌধুরীর তাৎক্ষণিক হস্তক্ষেপে উদ্ধার হয়েছে দখলকৃত সরকারী সম্পত্তি। গত ৪ মে সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে। জানা যায়, গত ৪ মে সোমবার উপজেলা সদরের পুরাতন থানা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন লোহাগাড়া মৌজার এক নাম্বার খাস খতিয়ানভুক্ত বিএস ২২৬৪ দাগের ০.০৭ একর সরকারী সম্পত্তি জবর দখল করে তাতে টিনের ছাউনি ও ঘেরাও দিয়ে দোকান নির্মাণ করে আসছিলেন স্থানীয় জানে আলম নামের এক ব্যক্তি। খবর পেয়ে সহকারী কমিশনার (ভ‚মি) নিলুফা ইয়াসমিন চৌছুরী তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে এতে বাঁধা প্রদান করে অবৈধভাবে নির্মাণাধীন দোকানের ছাউনি ও ঘেরা-বেড়া গুটিয়ে দিয়ে সরকারী এ সম্পত্তি অবৈধ দখলদার থেকে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত সরকারী ওই সম্পত্তির সীমানা চিহ্নিত করে লাল পতাকা টাঙ্গিয়ে দেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, আজ সরকারী সম্পত্তি অবৈধভাবে দখল করে তাতে দোকান নির্মাণকালে তাৎক্ষণিক বাঁধা দিয়ে অবৈধ দখলদার থেকে এ সম্পত্তি উদ্ধার করি। তিনি আরো বলেন, কেউ পুনরায় এ সরকারি সম্পত্তি দখলের অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।