লোহাগাড়ায় এক শিক্ষকের বর্গাচাষের ক্ষেত নষ্ট করে দিল প্রতিপক্ষরা

39

লোহাগাড়া উপজেলার পদুয়া ছগিরা পাড়ায় জায়গা-সম্পত্তি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বর্গাচাষের ক্ষেত নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। গত ২৫ জানুয়ারি রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে গত ২৭ জানুয়ারি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মছিউদদৌলা বাদী হয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহির উদ্দিনকে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ইউএনও। অভিযুক্ত প্রতিপক্ষরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ছগিরা পাড়ার মৃত মৌলভী মোহাম্মদ আলীর পুত্র মো. নুরুল হক (৩২), নেজামুল হক (২৭), ফজলুল হক (২৯) ও রেজাউল হক (২৮) সহ অজ্ঞাতনামা ১০-১২ জন। সূত্রে জানা যায়, প্রতিপক্ষদের সাথে পূর্ব থেকে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মছিউদদৌলার। এ বিরোধকে কেন্দ্র করে তার মৌরশী সম্পত্তিতেও চাষাবাদ করতে দিচেছ না প্রতিপক্ষরা। ফলে বাদী তাঁর বাড়ির দক্ষিণ পার্শ্বে বর্গা জমি নিয়ে এতে আলু ও ধানের চারারোপণ করেন। ঘটনারদিন রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা লোহার রড, দা, কিরিচ, গাছের বাটাম, বন্দুক ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাদীর চাষাবাদকৃত ৪০ শতক জমির আলু চাষ ও ১২০ শতক ধানের চারা নষ্ট করে দেয়। এতে বাদীর ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগে প্রকাশ। বাদীর পালিত কুকুরের গেও গেও শব্দ শুনে ঘুম থেকে উঠে ক্ষেত নষ্ট করার দৃশ্য দেখতে পান এবং ডাকচিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা নানা রকম ভয়ভীতি প্রদর্শন করিয়া চলে যায়।