লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করায় জরিমানা

14

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় দোকানে মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে পণ্য বিক্রি, ফুটপাত দখল করে দোকান স্থাপন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রয় করার অপরাধে ১৪ দোকানীকে ১ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ৭ এপ্রিল পবিত্র রমজানে বাজার মনিটরিং কালে লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু, নির্বাহী ম্যাজস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। জরিমানাদাতারা হলেন- মো. বেলাল উদ্দিন ৫ হাজার টাকা, সালাহ উদ্দিন ২ হাজার টাকা, জাহাঙ্গীর আলম ১ হাজার টাকা, আবদুল মান্নান ২ হাজার টাকা, মোহাম্মাদ মিয়া ১০ হাজার টাকা, আব্দুল হামিদ ২০ হাজার টাকা, শাহাদাত হোসেন ২ হাজার টাকা, মো. হেলাল উদ্দিন ১ হাজার টাকা, মো. মোস্তাক আহমদ ৫ হাজার টাকা, মো. খোরশেদ আলম ১০ হাজার টাকা, আবুল হাসেম ২ হাজার টাকা, মাহাতির মোহাম্মদ ৫ হাজার টাকা, মো. খোরশেদ আলম ৫০ হাজার টাকা ও মো. তফসির ৫০ হাজার টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু বলেন, তরমুজ, কলা ও মুদির দোকানে মূল্য তালিকা না থাকা এবং খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ১৪ দোকানীকে ১ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও মূল্যতালিকা প্রদর্শনসহ পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।