লোহাগাড়ায় অনিবন্ধিত চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

2

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় অনিবন্ধিত চার ডায়াগণস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারে আবদুল আজিজের মালিকানাধীন মা ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টার, তেওয়ারীহাট বাজারে মো. ফারুকের মালিকানাধীন নিউ ক্রিসেন্ট ডায়াগণস্টিক সেন্টার, পুটিবিলা ইউনিয়নের এম চর হাট বাজারের কামাল উদ্দিনের মালিকানাধীন সেবা প্যাথলজি সেন্টার ও কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে মো. আকাশের মালিকানাধীন শাহ আমানত প্যাথলজি সীলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলায় অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারের কার্যক্রম মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অনিবন্ধিত ৪টি ডায়াগণস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে সীলগালা করে দেয়া হয়। নিবন্ধনের শর্তাবলী পূরণসাপেক্ষে নির্দেশনা মোতাবেক ওইসব ডায়াগণস্টিক সেন্টার কার্যক্রম চালু করতে পারবে।
অভিযানে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. জিয়া উদ্দিন আহমদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শের আলী ও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স।