লোডিং, আনলোডিং সাধারণ শ্রমিক ইউনিয়নের সভা

16

 

চট্টগ্রাম ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি চালক, লোডিং, আনলোডিং সাধারণ শ্রমিক ইউনিয়নের এক প্রস্তুতি সভা বহদ্দারহাটস্থ অস্থায়ী কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সদস্য মো. বাবুল মাঝির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মো. ইসমাইল হাওলাদার, মো. আনোয়ার হোসেন, মো. আবুল কাসেম, মো. জামাল উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, মো. ইউসুফ, মো. সাহাব উদ্দিন, আবুল কাশেম, মো. কামাল, মো. রুবেল, ফয়েজুল্লাহ, মো. কবির, মো. জুয়েল, মো. আজিজ উল্লাহ প্রমুখ। সভা শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করা হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, সরকার অসংবিধানিক হওয়ার কারণে তেলে মূল্য বৃদ্ধি করে সর্বস্তরে দূর্ভিক্ষ দেখা দিয়েছে। তাই দেশে দ্রব্যমূল্য উর্ধ্বগতির উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করা হয় এবং দেশে দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে দিন যাপন করছেন। শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ার কারণে পরিবার পরিজন নিয়ে অসহায়ভাবে দিনাতিপাত করছে। ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি শ্রমিকদের গাড়ি ভাড়া আগের চেয়ে অনেকটা কমে আসার কারণে তাদের দৈনিক মজুরি দিন দিন কমে যাচ্ছে। লোডিং-আনলোডিং শ্রমিকদের কাজ হ্রাস পাওয়ায় তাদের মজুরি বাড়ানো উচিত।