লোকাল বাসের বিড়ম্বনা

56

লোকাল বাসের কথা চিন্তা করলেই চোখের সামনে ভেসে ওঠে উপচে পড়া ভিড় এবং বিশৃঙ্খলাপূর্ণ ছোট বা মাঝারি বাস। এই বাসের প্রচলন হয় মূলত যাত্রীসেবার উদ্দেশ্যে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় গাড়িওয়ালারা তাদের পকেটসেবা নিয়েই ব্যস্ত। অন্যায্যভাবে ভাড়া আদায়ের ক্ষেত্রে তারা যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেও কুণ্ঠাবোধ করে না। এক্ষেত্রে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্দিষ্ট করে চার্ট টানানোর মাধ্যমে ন্যায্য ভাড়া নিশ্চিত করা যেতে পারে। এছাড়া, যাত্রী ওঠানো-নামানোর ক্ষেত্রে তাদের মনোভাব থাকে একেবারেই সময় ব্যয় না করেই যাত্রী ওঠানামা করুক। এটা তো আর সম্ভব নয় তাই যাত্রীদুর্ভোগ বাড়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনার মতো অনাকাক্সিক্ষত ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর পিছনে মূল কারণ হচ্ছে অধিক লাভের আশায় যত্রতত্র অর্থাত্ যেখানে বাস দাঁড়ানোর কথা নয় সেখানে দাঁড়িয়ে সময়ের অপচয় ঘটানো। এ সমস্যা সমাধানের ক্ষেত্রে যাত্রী ওঠানামার জন্য বরাদ্দকৃত সময় ঠিকভাবে ব্যয় হচ্ছে কি না তা খতিয়ে দেখা আবশ্যক। লোকাল গাড়ির যাবতীয় অনিয়মগুলো পর্যবেক্ষণ করে আশু সমাধান নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিপ্লব চক্রবর্ত্তী
চকবাজার, চট্টগ্রাম।