লেগ স্পিনার না খেলানোয় ক্ষেপেছেন পাপন

31

বর্তমানে জাতীয় দলে নেই কোন স্বীকৃত লেগ স্পিনার। সংকট কাটানোর জন্য ইতোমধ্যেই ক্রিকেট বোর্ড-বিসিবি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিপিএল সপ্তম আসরে (বঙ্গবন্ধু বিপিএল) একাদশে প্রতিটি দলের জন্য লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করা হয়েছে। চলমান জাতীয় লিগেও দলগুলোতে লেগ স্পিনার খেলানোর জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে বিসিবি। বিসিবির এই নির্দেশনা মানেননি দু’টি দল। দুই রাউন্ডেই ঢাকা বিভাগের একাদশ থেকে বাদ পড়েন জুবায়ের হোসেন লিখন। রংপুর বিভাগও একাদশে জায়গা দেননি তরুণ রিশাদ হোসেনকে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দল দু’টোর এমন আচরণে ক্ষিপ্ত হয়েছেন। এতোটাই ক্ষেপেছেন যে, কারণ জানতে চেয়ে দুই বিভাগের কোচকে বিসিবিতে তলব করেছেন। পাপন জানান, ‘রিশাদ ও লিখনকে সুযোগ দেওয়া হয়নি। এজন্য দুই কোচকে আজকেই ঢাকায় তলব করেছি। তাদেরকে উত্তর দিতে হবে, কেন তাদের খেলানো হলো না?’ রশিদ খান, শাদাব খান, কুলদীপ যাদব, ইমরান তাহির ও যুজবেন্দ্র চাহালের মতো লেগ স্পিনাররা যেখানে ক্রিকেট বিশ্বকে শাসন করছেন, সেখানে বাংলাদেশে এখন পর্যন্ত একজন স্বীকৃত লেগ স্পিনার নেই। এই সংকট থেকে বেরিয়ে আসতেই বিসিবির এই পদেক্ষপ।