লেখকদের নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা থাকতে হবে

56

স্বকাল শিশুসাহিত্য সংসদ আয়োজিত সাহিত্য আসর গত ৩ আগস্ট চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে কথাসাহিত্যিক দীপক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে আলোচনা করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ। তিনি বলেন, স্বকালের প্রতিটি আসর গুরুত্বপূর্ণ। এখানে লেখার উপর যেসব আলোচনা হয় তা প্রত্যেক লেখকের জন্য অনুধাবনযোগ্য। আলোচনা লেখকের মননশীলতাকে শাণিত করে। লেখাকে করে ঋদ্ধ। সাহিত্য আসরে অংশগ্রহণ ও বহুল চর্চার মাধ্যমে একদিন দেশবরেণ্য লেখক তৈরি হয়। তিনি বর্ষা প্রসঙ্গে কয়েকজন কবির উলে­খযোগ্য কবিতার উদাহরণ টেনে বলেন, বর্ষা বিষয়ে অনেক লেখা হয়েছে। নতুন কিছু সৃষ্টি করা কষ্টসাধ্য হলেও দুঃসাধ্য নয়। আমাদের চেষ্টা থাকতে হবে নতুন মাত্রায়, নতুন রূপে বর্ষাকে তুলে ধরার। পাশাপাশি নতুন কিছু সৃষ্টি করার। আসরে সূচনা বক্তব্য দেন স্বকালের পরিচালক শিশুসাহিত্যিক অরুণ শীল। তার সঞ্চালনায় সাহিত্য আসরে প্রবন্ধ উপস্থাপন করেন কিশোরকবিতা বিষয়ে কবি মোস্তফা হায়দার এবং প্রিয় বইয়ের উপর ছড়াকার প্রদ্যোত কুমার বড়ুয়া। গল্প শোনান গল্পকার মিলন বনিক ও শিপ্রা দাশ। এ ছাড়া আসরে স্বরচিত ছড়া-কবিতা পাঠ ও কথামালায় অংশ নেন বেতার ব্যক্তিত্ব ফজল হোসেন, সৈয়দ খালেদুল আনোয়ার, জসীম মেহবুব, কেশব জিপসী, মর্জিনা আখতার, রমজান আলী মামুন, রহমান হাবীব, সাঈদুল আরেফীন, আবুল কালাম বেলাল, রুনা তাসমিনা, নিশাত হাসিনা শিরিন, তালুকদার হালিম, গোফরান উদ্দীন টিটু, ড. সৌরভ শাখাওয়াত, লিটন কুমার চৌধুরী, বাসুদেব খাস্তগীর, সনজিত দে, সৈয়দা সেলিমা আক্তার, সোহেল মাহরুফ, মোস্তফা ইমরান সোহেল, সাইফুল্লাহ কায়সার, শওকত আলী সুজন, অনার্য আমিন, সরওয়ার আরমান, অভি ওসমান, বিশ্বজিত বড়ুয়া, অপু চৌধুরী, সালাম সৌরভ, সোমা মুৎসুদ্দী, বিবেকানন্দ বিশ্বাস, গৌতম কানুনগো, শান্তময় দাশ, রাসু বড়ুয়া, নান্টু বড়ুয়া, দোলা চৌধুরী প্রমুখ। পঠিত লেখার ওপর আলোচনা করেন ছড়াশিল্পী মিজানুর রহমান শামীম ও কবি অমিত বড়ুয়া। শুরুতেই শিশুসাহিত্যিক রমজান আলী মামুনকে তাঁর জন্মদিন উপলক্ষে স্বকালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি