লিভারপুল-চেলসি ম্যাচের দায়িত্বে মহিলা রেফারি

58

উয়েফার বড় কোনও ম্যাচে কোনও মহিলার খেলা পরিচালনার ঘটনা ঘটতে যাচ্ছে প্রথমবার। উয়েফা সুপার কাপে লিভারপুল-চেলসি ম্যাচ লিখতে যাচ্ছে নতুন ইতিহাস।
আগামী ১৪ আগস্ট ইস্তাম্বুলের ভোডাফোন পার্কে উয়েফা সুপার কাপের লড়াই হতে যাচ্ছে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ের মধ্যে। এই ম্যাচ দিয়ে আবারও ইতিহাস গড়তে চলেছেন স্তেফানি ফ্রাপার্ত। তিনিই প্রথম মহিলা হিসেবে উয়েফার কোনও ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ফরাসি এই রেফারির সঙ্গে ইস্তাম্বুলের ম্যাচ পরিচালনায় সহকারী হিসেবে থাকবেন আরও দুই মহিলা রেফারি। ৩৫ বছর বয়সী ফ্রাপার্ত গত মাসের মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালের ম্যাচও পরিচালনা করেছিলেন।