লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের সাধারণ সভা

13

 

সমন্বিত একনিষ্ঠ সেবাদানের পাশাপাশি লায়নিজমের মূলমন্ত্র পারস্পরিক সম্মান সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধের আলয় হিসেবে লায়ন্স সার্ভিস কমপ্লেক্স বিগত ৪০ বছর ধরে ঐতিহ্যমন্ডিত ও ঐতিহাসিক ভূমিকা পালন করে চলেছে। নিরবচ্ছিন্নভাবে অসহায় কম সৌভাগ্যবান মানুষের তরে কাজ করার ক্ষেত্রে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা লায়নদের গর্ব ও অহংকারের জায়গা লায়ন্স ক্লাব অব চিটাগং সার্ভিস কমপ্লেক্স।
আমাদেরকে সেই ঐতিহ্যগত গর্বের ধনকে আগলে রাখতে সদা সচেষ্ট থাকার আহ্বান জানান লায়ন কামরুন মালেক। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের স্থায়ী প্রকল্প লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের সাধারণ সভা সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্যের সভাপতিত্বে ও পরিচালনায় গত বৃহস্পতিবার ১৫নং ড. এনামুল হক সড়কস্থ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সার্ভিস কমপ্লেক্ষে চীফ কো-অরডিনেটর, চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। কমপ্লেক্সের কার্য প্রতিবেদন পেশ করেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিন এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ও সার্ভিস কমপ্লেক্সের ট্রেজারার লায়ন আবদুর রব শাহীন।
সভা সর্বসম্মতভাবে তা অনুমোদন করে। মৃত্যুবরণকারী প্রাক্তন জেলা গভর্নর এম শামসুল হক সহ পূর্বসূরি লায়ন নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ক্লাব ও কমপ্লেক্সের জয়েন্ট সেক্রেটারি ডিজাইনার লায়ন ইসমাইল চৌধুরী।
আলোচ্যসূচির উপর বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সিনিয়র সদস্যবৃন্দ রিজিয়ন চেয়ারপার্সন এডমিন লায়ন তপন কান্তি দত্ত, প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন গোপালকৃষ্ণ লালা, প্রাক্তন কেবিনেট ট্রেজারার লায়ন মোসলেহউদ্দিন খান, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন রাজিব সিনহা, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন এম সোহেল খান।