লায়ন্স ক্লাব ফটিকছড়ির ফ্রি চিকিৎসা ক্যাম্প

5

৩ অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লিও ক্লাব অব চিটাগাং অগ্রণীর আয়োজনে লায়ন্স ক্লাব অব চিটাগং ও এবং লায়ন্স ক্লাব অব ফটিকছড়ি সহযোগিতায় ফটিকছড়িস্থ সূর্যগিরি আশ্রমে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খাবার বিতরণ, রক্তের গ্রæপ নির্ণয়, থ্যালাসেমিয়া সচেতনতা, ডায়াবেটিস সচেতনতা, প্লাস্টিক ব্যবহারে সচেতনতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ শাহীন।
বিশেষে অতিথি ছিলেন ফাউন্ডার লায়ন মো. জানে আলম, লায়ন্স ক্লাব অব চিটাগং ফটিকছড়ি সেক্রেটারী লায়ন গাজী জাফর, লিও ক্লাব অব চিটাগং অগ্রণী প্রেসিডেন্ট লিও সরওয়ার জাহান প্রিন্স, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিও তাইফা, কার্যকরী সদস্য লিও তাবাচ্ছুম ইউসুফ, সদস্য লিও এস এম সামিদুল, উদ্যাপন পরিষদের সভাপতি ডা. সুশীল কান্তি আচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন শিক্ষক অর্চনা রানী আচার্য, সহসাধারণ সম্পাদক রূপনা আচার্য, সাংস্কৃতিক সম্পাদক জয়ন্তী আচার্য, প্রবাসীকল্যাণ সম্পাদক রাজু শীল, রাজু দেদ, দপ্তর সম্পাদক বিজয় আচার্য, সমন্বয়ক রাজীব আচার্য, অনির্বাণ আচার্য, পার্থিবান আচার্য প্রমুখ। ফ্রি চিকিৎসা ক্যাম্পে শতাধিক রক্ত গ্রæপিং, শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ ও শতাধিক ব্যক্তিকে ফি চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি