লায়ন্স ক্লাব চিটাগাং বাতিঘরের সেকেন্ড চার্টার এনিভার্সারি

74

লায়ন্স ক্লাব অব চিটাগাং বাতিঘর-এর সেকেন্ড চার্টার এনিভার্সারি, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে, নিউ মেম্বার ইন্ডাকশন ও ফ্যামিলি নাইট চিটাগং ক্লাব লিমিটেড অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন এমএ মুসা বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর কামরুন মালেক।
বিশেষ অতিথি ছিলেন সদ্যপ্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, ও ডিস্ট্রিক্ট চিফ কো-অর্ডিনেটর প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম. মঞ্জুর আলম মঞ্জু। ক্লাব গাইডিং লায়ন রিজিয়ন চেয়ারপারসন লায়ন কাজী মনিরুল ইসলাম ও ক্লাব ডিরেক্টর লায়ন শিবু প্রসাদ ভদ্রের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন শফিউর রহমান, লায়ন মো. সামশুল হক, লায়ন রফিক আহমেদ, লায়ন মোহাম্মদ সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, কেবিনেট সেক্রেটারি লায়ন জিকে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মোসলেহ উদ্দন খান, ২৩তম জেলা কনভেনশন কমিটির চেয়ারপারসন লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন-১ লায়ন আবু মোরশেদ, কর্নসান রিজিয়ন চেয়ারপারসন লায়ন এ্যাড. এম নুরুল ইসলাম, কর্নসান জোন চেয়ারপারসন লায়ন অসিত সেন, অনুষ্ঠান কমিটির চেয়ারপারসন লায়ন রূপক কুমার রক্ষিত। অনুষ্ঠানে দুস্থ ও অসুস্থ মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. রাহেলা বানু, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন প্রদীপ চক্রবর্তী, ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মানিক রতন শর্মা, সেক্রেটারি লায়ন হারন অর রশিদ মান্না, ট্রেজারার লায়ন লতিফা ইয়াসমিন নিপা প্রমুখ। বিজ্ঞপ্তি