লায়ন্স ক্লাব চিটাগং সলিডারিটির নতুন কমিটি

80

লায়ন্স ক্লাব অব চিটাগং সলিডারিটির আইএমএম ফাস্ট প্রেসিডেন্ট লায়ন এরফান উদ্দিন খালেদের সঞ্চালনায় ও ক্লাব সভাপতি লায়ন মনোয়ারা বেগমের সভাপতিত্বে লায়ন্স ক্লাব অব চিটাগং সলিডারিটির বিশেষ সভা সলিডারিটি ক্লাবের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়।
২০১৯-২০ সেবাবর্ষের জেলা গভর্নর কল “হাসির তরে সেবা’ কে সামনে রেখে টিএলএলআই লিডারশীপ ট্রেনিং এর বাংলাদেশের সেরা ফারফরমার লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরীকে সভাপতি, ব্যাংকার লায়ন অনুপম কুমার পালকে সেক্রেটারি, তরুণ ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক লায়ন এম.এ. নেওয়াজকে ট্রেজারার করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।কেবিনেট সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের মেম্বারশীপ চেয়ারপার্সন ও লায়ন্স জেলা’র রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নিজাম উদ্দিন মো. মামুন, সলিডারিটি লায়ন্স ক্লাবের সিনিয়র সহ-সভাতি লায়ন ডা. কামরুন নাহার দস্তগীর, লায়ন এসএএম নুরুল আব্বাস, লায়ন সাজ্জাদ আলম, লায়ন শেখ নওশাদ সরোয়ার পিল্টু, লায়ন নাছির উদ্দিন, লায়ন এছার উল্লাহ আদিল, লায়ন এনামুল হক, লায়ন কেফায়াত উল্লাহ, লায়ন নুরনাহার বেগম, লায়ন জেবুন নাহার, লায়ন ইসমত আরা চৌধুরী প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো: শরিয়ত উল্লাহ মানিক ও নব-গঠিত কার্যকরি পরিষদের লায়ন্স শপথ বাক্য পাঠ করান লায়ন নিজাম উদ্দিন মো. মামুন। বিজ্ঞপ্তি

চবি ফিশারিজ বিভাগের মৎস্যমেলায় অংশগ্রহণ
উপলক্ষে র‌্যালি

আগামী ২১-২৩ জুলাই চট্টগ্রাম আউটার স্টেডিয়াম জিমনেশিয়ামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম জেলার জাতীয় মৎস্য মেলা-২০১৯ এ চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ফিশারিজ বিভাগ অংশগ্রহণ করবে।


এ উপলক্ষে ১৮ জুলাই বেলা ১১টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ফিশারিজ বিভাগের উদ্যোগে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয় এবং চবি বিজ্ঞান অনুষদ সম্মুখস্থ লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। র‌্যালিটি চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। উক্ত অনুষদের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ব্যানার, প্লে-কার্ড এবং ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি

রোটারি ক্লাব এনশিয়েন্ট চিটাগাংয়ের ত্রাণ বিতরণ
নগরীর আকবরশাহ্ এলাকায় পাহাড়ে বসবাসকারী ২০টি পরিবার যারা অতিবৃষ্টির কারণে তাদের শেষ সম্বল থাকার জায়গা থেকে বিতাড়িত হয়েছেন জীবনের নিরাপ্তার জন্য, তাদেরকে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাংয়ের পক্ষে থেকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি ডাল ১কেজি সয়াবিন তৈল, ১ কেজি মুড়ি, ও ১ কেজি চিড়া দেওয়া হয়।


এসময় ক্লাব সভাপতি রোটারিয়ান অরবিন্দু চৌধুরী সহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইপিপি মো. ফোরকান উদ্দিন, জয়েন্ট সেক্রোটারি মো. দোলোয়ার হোসেন, ট্রেজারার নুরুল ইসলাম মঞ্জু, পরিচালক সুলতানা আয়েশা সাথী, সার্জেন্ট মো. শাহ্দাত হোসেন রিপন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রুজিনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি