লায়ন্স ক্লাব চিটাগং মহানগরের সেবা কার্যক্রম

72

লায়ন্স ক্লাব অব চিটগাং মহানগরের উদ্যেগে ও লিও ক্লাব চিটাগাং মহানগরের সহযোগিতায় গত ২৪ আগস্ট সকালে নগরীর হালিশহর বি ব্লক প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকান্ড পরিচালিত হয়। সেবা কার্যক্রমের মধ্যে ছিল- বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প, ব্লাড গ্রুপিং, ছাত্র-ছাত্রীদের বিনামুল্যে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ, স্কুলে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের গাছের চারা বিতরণ, ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন প্রকৌশলী বিপ্লব দাশের সভাপতিত্বে ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন অশেষ কুমার উকিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ১ম ভাইস গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপারসন-১ লায়ন মো. আবু মোর্শেদ, সিএলএফ সেক্রেটারি ও রিজিয়ন চেয়ারপারসন হেড-কোয়াটার (এডমিন) লায়ন ডা. দেবাশীষ দত্ত। বক্তব্য রাখেন রিজিয়ন চেয়ারপারসন লায়ন উত্তম কুমার দাশ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন পরিমল কান্তি দাশ, ক্লাব সেক্রেটারী লায়ন প্রকৌশলী দীপংকর দাশ, লায়ন প্রকৌশলী দিবাকর সেনগুপ্ত, লায়ন পরেশ কুমার চৌধুরী, লায়ন প্রকৌশলী অসীম বড়ুয়া, লায়ন নানুপ্রিয় চৌধুরী, লিও ক্লাব চিটাগাং মহানগরের প্রতিষ্ঠাতা পরিচালক লিও মাহী চৌধুরী, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও মো. শাহজাহান, লিও জাহিদ হাসান আযাদ প্রিমন, লিও আরাফাত ইলাহী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি