লায়ন্স ক্লাব অব চিটাগাং কমিটিকে সংবর্ধনা

9

লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর ২৪তম কনভেনশনে চিটাগাং মা ও শিশু হাসপাতালে ক্যান্সার হাসপাতালের জন্য ১ কোটি টাকা অনুদান, মা ও শিশু হাসপাতালে লায়ন্স করোনা সাপোর্ট সেন্টার সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের জন্য ২০২০-২০২১ইং সেবাবর্ষে লায়ন্স জেলার অধীনে ৮৮টি ক্লাবের মধ্যে লায়ন্স ক্লাব অব চিটাগং ইভেলুইশন কমিটির ফলাফলে ১ম স্থান অর্জন করেন। লায়ন্স ক্লাব অব চিটাগং এর এবছরের প্রেসিডেন্ট লায়ন মো. আবু নাসের রনি নেতৃত্বে ক্লাবের এ ফলাফলের জন্য ক্লাব কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর এম এ মালেক এমজেএফ, জিএমটি লিডার জি কে লালা, গভর্নর এডভাইজার লায়ন সিলভাস্টার ভার্নাডেট, ইভেলুইশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত, লায়ন নুরুল আলম, লায়ন আবু তাহের খান, লায়ন মো. ইসমাইল চৌধুরী, লায়ন রাজিব সিনহা, লায়ন মোসলেহ উদ্দিন খান, রিজিয়ন চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন এস কে পালিত, লায়ন সাধন কুমার ধর, সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন নিশাত ইমরান, প্রেসিডেন্ট ইলেক্ট লায়ন আবদু রব শাহিন, সহসভাপতি লায়ন সোহেল খান, সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম টিটু, সেক্রেটারি ইলেক্ট লায়ন বি কে লালা, ট্রেজারার লায়ন সাহেদা কামাল, ট্রেজারার ইলেক্ট লায়ন রেবেকা নাসরিন, জয়েন্ট ট্রেজারার লায়ন নাজমুল সাকের, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও রুমেল প্রমুখ। বিজ্ঞপ্তি