লায়ন্স ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির সভা

11

লায়ন্স ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির ব্রেকফাস্ট মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলার প্রথম ভাইস গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী বলেছেন, লায়ন্স জেলায় যে অল্প কয়টি ক্লাব গঠনতান্ত্রিভাবে তাদের কর্মকান্ড পরিচালনা করে ইম্পেরিয়াল সিটি তার মধ্যে অন্যতম। অ্যাকাউন্টস মেইন্টেন, রিপোর্ট উপস্থাপন, ইন্টারন্যাশনাল দিক-নির্দেশনা প্রতিপালনসহ সব কাজে ইম্পেরিয়াল সিটি লায়ন্স ক্লাব একটি আদর্শ ক্লাব। বিশেষ করে ইতিবাচক নেতৃত্ব ও ব্যতিক্রমী কর্মকান্ডের মাধ্যমে ইতিমধ্যে ইম্পেরিয়াল সিটি লায়ন্স ক্লাব জেলায় স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু বলেন, ইম্পেরিয়াল সিটি লায়ন্স ক্লাবের ডায়নামিক নেতৃত্ব, বিশেষ করে এ ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্টবৃন্দ শুধু ক্লাব পর্যায়ে নয়, জেলার জন্যও গৌরব। তাঁদের প্রশিক্ষণ, নেতৃত্ব লায়ন্স জেলাকেও সমৃদ্ধ করেছে বছরের পর বছর। আগামীতেও তাঁদের এ ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ক্লাব প্রেসিডেন্ট কাশেম শাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন শাহতাব উদ্দিন রিকোর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান লায়ন নু. ক. ম. আকবর হোসেন, গাইডিং লায়ন ডা. আবদুল্লাহ আল হারুন, চার্টার প্রেসিডেন্ট লায়ন রোসাঙ্গীর বাচ্চু, গভর্নরস অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন মোহাম্মদ ইলিয়াস, লায়ন মনজুরুল আহসান চৌধুরী, রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়ার্টার লায়ন মোসলেহ উদ্দিন মনসুর, জোন চেয়ারপার্সন লায়ন আসিফ উদ্দিন ভুঁইয়া, সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট লায়ন আবদুল মতিন, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। ট্রেজারার রিপোর্ট উপস্থাপন করেন জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) লায়ন জাহেদুল আলম সাকিব। সভায় আগামী ৪ অক্টোবর ক্লাবের ২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন, স্কুলিংসহ বিভিন্ন সেবা কর্মকান্ড গ্রহণ করা হয়। ক্লাব কার্যক্রম গতিশীল করতে কয়েকটি উপ-কমিটি ঘোষণা করা হয় সভায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জয়েন্ট সেক্রেটারি লায়ন তারিকুল আলম, লায়ন শাহনেওয়াজ আহমেদ, লায়ন মিজানুল করিম, লায়ন শেখ এরফান উল্লাহ ভুঁইয়া, লায়ন আবু রায়হান, লায়ন মাহবুবুর রহমান মোহন, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও মোহাম্মদ জাহেদ, সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট লিও আহমেদ উল্লাহ পাপন, লিও সিরাজুল ইসলাম রিপন, লিও সৌমেন বড়ুয়া, লিও সাইফুল্লাহ রানা, লিও মিনহাজ মাহমুদ, লিও ওমর হায়দার প্রমুখ। সভায় লায়ন্স ক্লাবের জুলাই ও আগস্ট মাসের কার্যক্রম, সংবাদ প্রতিবেদন দেয়ালিকা আকারে উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি