লামায় ৪৫টি স্থানে স্থায়ী হাত ধোয়ার বেসিন স্থাপন

45

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বান্দরবানের লামা উপজেলার গুরুত্বপূর্ণ ৪৫টি স্থায়ীভাবে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। ইউ.এস.এইড অর্থায়নে বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল ও গ্রীন হিল রাঙ্গামাটির সহযোগীতায় এমপিসিএস প্রকল্পের কোভিড-১৯ রেসপন্সের কার্যক্রমের আওতায় জনসচেতনতা মূলক এ হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়। সোমবার ৪ মে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত হাত ধোয়ার বেসিনে হাত ধোয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এ সময় বান্দরবান বিশ্ব বিদ্যালয়ের এসিসটেন রেজিষ্টার মো.ওমর ফারুক রুবেল, সমাজ সেবা কর্মকর্তা মো.আলী হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মজনুর রহমান, গ্রীন হিল সংস্থার এমপিসিএস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মংছিংপ্রূ ও সেভ দ্যা চিলড্রেনের পি.ও ইঞ্জিনিয়ার মো. সোয়াইব রিয়াদ উপস্থিত ছিলেন। প্রকল্পের ব্যবস্থাপক কিউ ই দিলদার মাহমুদ বলেন, কোভিড-১৯ রেসপন্সের কর্মসূচী হিসেবে বেসিন স্থাপনের পাশাপাশি লামা পৌরসভা ও ৭টি ইউনিয়নের জনসাধারনের মাঝে বিতরণের জন্য ৬০ কেজি ব্লেসিং পাউডার, ৪টি স্প্রে মেশিন, স্থাপিত বেসিনে তিন মাস ব্যাবহারের জন্য সাবান ও ১ হাজার পিস সচেতন বার্তা লিফ লেইট উপজেলা প্রশাসনকে প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও কোভিড-১৯ নিয়ে জনগণকে সচেতন ও উন্নয়ন মূলক কার্যক্রমের অব্যাহত থাকবে।