লামায় ১০০ কৃষককে জৈব পদ্ধতিতে চাষাবাদ প্রশিক্ষণ

7

লামা প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলায় কারিতাস দুর্গম পাহাড়ি পাড়ায় ৪ ব্যাচে জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ৮ জানুয়ারি শুরু হয়ে ১৩ জানুয়ারি এ প্রশিক্ষণ শেষ হয়। কারিতাস বাংলাদেশ এর সিপিপি পিএইপি-২ এর উদ্যোগে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজাপাড়া, বনপুর সহ বিভিন্ন পাড়ার ১০০ জন প্রান্তিক উপকারভোগী কৃষক প্রশিক্ষণ গ্রহণ করেন। সর্বমোট ৪ ব্যাচে এ প্রশিক্ষণে বিভিন্ন ধরনের জৈব বালাই নাশক প্রস্তুতকরণ ও বিভিন্ন পদ্ধতিতে জৈব সার উৎপাদন, বীজ সংরক্ষণ, কৃষি ফসলের চাষাবাদ কলাকৌশল হাতে কলমে শিখানো হয়। এতে উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়াঞ্জি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমরজিত, প্রকল্পের মাঠ সহায়ক রিন্টু চাকমা, নিরতা তংচংগ্যা, প্রিয়াংকা ত্রিপুরা, হিম্যানটারিয়ান ফাউন্ডেশনের মাঠ সহায়ক বীর সিংহ চাকমা প্রশিক্ষক ছিলেন। প্রশিক্ষণের সত্যতা নিশ্চিত করে সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার বলেন, এ প্রশিক্ষণ পরবর্তীতে জৈব উপায়ে চাষাবাদের জন্য প্রতিজন উপকারভোগী কৃষককে ৪২০০ টাকার কৃষি বীজ, আইপিএম টুলস্, জৈবসার উৎপাদনের জন্য উপকরণ প্রদান করা হবে।