লামায় বৌদ্ধ জনকল্যাণ সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

13

লামা প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলা বৌদ্ধ জনকল্যাণ সমিতির কার্য নির্বাহী কমিটির ৬ষ্ঠ ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা দুপুর ১টা পর্যন্ত উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের গণ মাস্টার পাড়ার সিন্দু নগরস্থ সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির গঠনতন্ত্র মোতাবেক ১৩টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা হয়। বাকী ১২টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন প্রার্থীরা। নির্বাচনে সমিতির ১২৫জন ভোটারের মধ্যে ৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্ধিতায় জ্ঞান বিকাশ বড়ুয়া চেয়ার প্রতীকে ৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী শীতা রঞ্জন বড়ুয়া ছাতা প্রতীকে পান ১৭ ভোট। এর মধ্যে একটি ভোট নষ্ট হয়। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে উজ্জল বড়ুয়া, সহ-সভাপতি পদে চিত্ত রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক পদে রনজিত বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অর্পন বড়ুয়া, অর্থ সম্পাদ পদে লোপা বড়ুয়া, হিসাব নিরীক্ষক পদে সুবল কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে সাবুল বড়ুয়া, ধর্মীয় বিষয়ক সম্পাদক পদে স্নেহ কুমার বড়ুয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে পলাশ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জ্যোতিষ বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক পদে সোহাগ বড়ুয়া ও দপ্তর সম্পাদক পদে সুশান্ত বড়ুয়া। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মৃদুল কান্তি বড়ুয়া আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, লামা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমান উল্লাহ, কেন্দ্রীয় হরিমন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি সজল কান্তি দাশ, সাংবাদিক মো. ফরিদ উদ্দিন, মো. নুরুল করিম আরমান, সাহাব উদ্দিন রিটু ও নাজমুল হুদাসহ স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচনে সার্বিক সহযোগিতার পাশাপাশি নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সিন্দু কুমার বড়ুয়া। এছাড়া রুপন কান্তি বড়ুয়া ও মন্টু কুমার বড়ুয়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সমিতিটি প্রতিষ্ঠা লাভ করে ২০০৪ সালের ১ জানুয়ারি।