লামায় ‘বীর বাহাদুর কানন’ উদ্বোধন আজ

11

লামা প্রতিনিধি

প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিক কারুকাজে নতুন রূপ পেয়েছে বান্দরবান জেলার লামা পৌরসভা কার্যালয় ও এর আশপাশ। আজ শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এক দিনের সফরে পৌরসভা কর্তৃক শিশু পার্কের আদলে গড়া ‘বীর বাহাদুর কানন’, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তন, বঙ্গবন্ধু কর্ণার, ভেনাস রিসোর্ট, গেস্ট হাউজ,মার্মা, ত্রিপুরা ও মুুরুং সম্প্রদায়ের ঘর এবং তংথমাং রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট- এর উদ্বোধন করবেন। পরে মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় যোগদানসহ পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বাজার ব্যবসায়ীদের মাঝে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ শেষে অনলাইন নিউজ পোর্টাল ‘লামার আলো’ কর্তৃক গুণীজন সংবধর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বীর বাহাদুর কানন ও তংথমাং রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টসহ অন্যসব কারুকাজ উদ্বোধনের মধ্য দিয়ে পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে।