লামায় বিনামূল্যে গবাদিপশু পেল ৩০ পরিবার

9

লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ৭টি পাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙালি পরিবারের মাঝে বিনামূল্যে গবাদিপশু প্রদান করেছে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্প-২। দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড় পুইট্টা বাগানপাড়া, বড়পাড়া, মোক্তারাম পাড়া ও ত্রিশডেবা পাড়া এবং রুপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি, গাজী পাড়া ও শীলেরতুয়া পাড়ায় এসব গবাদিপশু প্রদান করা হয়। গবাদিপশু প্রদান বাস্তবায়ন করেন হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশন। গত বুধবার দিনব্যাপী ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অনুষ্ঠানে এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার ও হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশনের উপজেলা কো-অর্ডিনেটর বীর সিংহ চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদানকৃত গবাদিপশুর মধ্যে রয়েছে ২৩টি ছাগল ও ৭টি শূকর। এদিকে একই প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দিনব্যাপী উপকারভোগী পরিবারের ১১০টি গরুকে এফএমডি ও ৯০টি ছাগলকে পিপিআর টিকা বিনামূল্যে প্রদান করা হয়। গবাদি পশু প্রদানের সত্যতা নিশ্চিত করে হিউম্যানটেরিয়ান ফাউন্ডেশনের উপজেলা কো-অর্ডিনেটর বীর সিংহ চাকমা বলেন, দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে এ গবাদি পশু বিতরণের উদ্যোগ নেয় সংস্থাটি। এর আগে পাড়া ভিত্তিক উপকারভোগী এসব সদস্যদেরকে গবাদিপশু পালনের উপর প্রশিক্ষণও প্রদান করা হয়।