লামায় পরিস্কার পরিচ্ছন্নতায় কোয়ান্টামের শতাধিক স্বেচ্ছাসেবী

12

লামা প্রতিনিধি

এবার বান্দরবান জেলার লামা উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে ‘কোয়ান্টাম’ নামের একটি বেসরকারী সংস্থার ৫ শতাধিক স্বেচ্ছাসেবী। ‘আসুন নিজের স্বার্থেই নিজের আশপাশ পরিস্কার রাখার কাজ শুরু করি এবং পরিস্কার পরিচ্ছন্নতার মধ্যদিয়ে নিজে ভালো থাকি ও অন্যদেরকে ভালো রাখি, দেশটাকে রাখি পরিচ্ছন্ন’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছাসেবীরা উপজেলার দুর্গম পাহাড়ি সরই ইউনিয়নের ক্যয়াজুপাড়া বাজার, সংলগ্ন আশপাশ এলাকা, সরই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরই উচ্চ বিদ্যালয় এবং আন্ধারি জামালপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার করেন। এ কাজে অংশ নেয় কোয়ান্টামের দুই শতাধিক শিক্ষার্থীও।
এ পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে একাত্বতা পোষন করে সম্পৃক্ত হন, সরই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ও ক্যয়াজুপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিমসহ স্থানীয় ব্যক্তিবর্গও। সুসংগঠিত এ স্বেচ্ছাসেবী দলের প্রধান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ বলেন, নিজের ঘর পরিস্কারের পর যেমন নির্মল আনন্দ পাওয়া যায়, তেমনি আমরা প্রত্যেকে আজকে এ এলাকা পরিচ্ছন্ন করে আনন্দ পাচ্ছি। এর আগেও আমরা এই এলাকায় পরিচ্ছন্নতার কাজ করেছি। এ কাজে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। ক্যয়াজুপাড়া বাজার ও আশপাশ এলাকার ৪৩৫ বস্তা আবর্জনা পরিষ্কার করেছি। পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল উদ্দিন বলেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’। কোয়ান্টাম এর স্বেচ্ছাসেবী সদস্যারা যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন তা অবশ্যই প্রশংসনীয়।