লামায় ইউএনও’র সাথে এনজিও প্রতিনিধিদের মতবিনিময়

32

লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সাথে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গত ২১ অক্টোবর ফুলেল শুভেচ্ছা শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন উপজেলায় কর্মরত ১৫টি এনজিও প্রতিনিধি। উপস্থিত এনজিওগুলোর প্রতিনিধিরা হলেন- কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, গ্রাউসের ফোকাল পার্সন মেহেরুন্নেছা, বিএনকেএস’র উপজেলা ম্যানেজার প্রাণজিৎ দেওয়ান, আইডিএফ’র শাখা ব্যবস্থাপক মো. ইয়াছিন, তাজিংডং’র ফোকাল পার্সন তন্বয় চাকমা, আগাপে’র ম্যানেজার প্রনয় ত্রিপুরা, সেভ দ্যা চিল্ড্রেনের পিও ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন, এনজেড একতা মহিলা সমিতির ম্যালেরিয়া প্রকল্পের অর্গানাইজার নজরুল ইসলাম, কারিতাস সিএমএফপি’র এরিয়া ম্যানেজার মো. কামাল উদ্দিন, শক্তি ফাউন্ডেশনের ম্যানেজার লিজন কান্তি পাল। কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা ও এনজিও সমন্বয়কারী মো. মামুন সিকদারের সঞ্চালনায় মত বিনিময়কালে প্রতিনিধিগন নিজ নিজ সংস্থার কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার সকল এনজিওকে সরকারের সাথে সমন্বয় করে কাজ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় তাজিংডংয়ের বাণী প্রকল্পের মাঠ সহায়ক বাবু মং মার্মা ও গ্রাউসের বাণী প্রকল্পের মাঠ সহায়ক ফারজানা আক্তার ববি, বিএনকেএস’র মিল অফিসার রীনা চাকমা ও ডিআরআর অফিসার থুইহ্লাছিং মার্মা ও লামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।