লামায় আগুনে পুড়ে গেল তামাক চুল্লি ও মুরগির খামার

54

বান্দরবানের লামা উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুইটি তামাক চুল্লি, একটি মুরগির খামার ও একটি পরিত্যক্ত কাঁচাঘর। গত রবিবার পৌরসভা এলাকার লামামুখ বাজারের ব্রিজ সংলগ্নে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সওদাগর। তামাক চুল্লী থেকে আগুনের সূত্র হয় বলে স্থানীয়দের ধারণা। খবর পেয়ে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। সূত্রে জানা যায়, লামামুখ বাজারের মাতামুহুরী ব্রিজ সংলগ্ন জাহাংগীর সওদাগরের মালিকানাধীন ২টি তামাক চুল্লিতে তামাক শোধনের কাজ চলছিল। গত রবিবার রাত ১০টার দিকে হঠাৎ একটি তামাক চুল্লিতে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এক ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দুইটি তামাক চুল্লি, একটি মুরগির খামার ও একটি পরিত্যক্ত কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মো. জাহাঙ্গীর আলম বলেন, দ্রæত আগুন ছড়িয়ে পড়ার কারণে দুইটি তামাক চুল্লি ও দুইটি ঘর পুড়ে ছাই হয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশন ইনচার্জ নয়ন জীব চাকমা বলেন, তামাক চুল্লি থেকে আগুনে সূত্র। প্রায় এক ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন পুড়ে দুইটি তামাক চুল্লি ও দুইটি পরিত্যক্ত ঘর ছাই হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে।