লাগামহীন করোনায় নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

13

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেড়েই চলছে করোনাভাইরাসের হানা। করোনা সংক্রমণ চিন্তার গভীর ভাঁজ ফেলেছে স্থানীয় প্রশাসনের কপালে। উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিউইয়র্কের গভর্নর ডিজাস্টার ইমার্জেন্সি ঘোষণা করেছেন। গভর্নর সংক্রমণের হারে বৃদ্ধি ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার উল্লেখ করে প্রদেশে ডিজাস্টার ইমার্জেন্সির ঘোষণা করেছেন। গভর্নরের নির্দেশের শিরোনামে বলা হয়েছে, নিউইয়র্কে বিপর্যয়জনিত জরুরি অবস্থা ঘোষণা।
নির্দেশে বলা হয়েছে, ‘আমি নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল সংবিধান ও নিউইয়র্ক রাজ্যের আইনে প্রদত্ত অধিকারের ভিত্তিতে নির্বাহী আইনের অনুচ্ছেদ ২ বি-র ধারা ২৮ অনুসারে আমি দেখেছি, নিউইয়র্ক রাজ্যে একটি বিপদ হাজির হয়েছে।

এজন্য প্রভাবিত স্থানীয় প্রশাসন পর্যাপ্তভাবে প্রতিক্রিয়া অসমর্থ এবং আমি আগামী ২০২২ এর ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে ডিজাস্টার এমার্জেন্সির ঘোষণা করছি’।