লাখ লাখ মানুষের বিক্ষোভে অচল ফ্রান্স

44

লাখো মানুষের বিক্ষোভ-ধর্মঘটের কারণে অচল হয়ে গেছে ফ্রান্স। দেশজুড়ে এধরনের ধর্মঘটের ঘটনা ফ্রান্সের গত কয়েক যুগের ইতিহাসে এই প্রথম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটির পেনশন ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে শুক্রবার ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পরিকল্পিত পেনশন ব্যবস্থা সংস্কার ও চাকরির বয়সসীমা বাড়ানোর প্রতিবাদে ধর্মঘটের প্রথম দিনে রাস্তায় নেমেছিলেন আট লাখেরও বেশি মানুষ। বিক্ষোভের কারণে দেশটির যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে গেছে। রাজধানী প্যারিসের বাস ও মেট্রো অপারেটরা জানান, ধর্মঘট চলতে পারে অন্তত ৯ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার রাজধানী প্যারিসে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের হাজার হাজার সদস্য রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ইউনিয়ন নেতাদের দাবি এদিন দেশব্যাপী বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। প্যারিস ও নঁত শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশ জানায়, প্যারিসে ৭১ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকিতে থাকায় ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারসহ ফ্রান্সের জনপ্রিয় পর্যটন স্থানগুলো দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, শুধু রাজধানী প্যারিসেই ছয় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।