লাখেরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের করোনার টিকা

7

 

শিশুদের করোনা টিকার আওতায় আনার পদক্ষেপের অংশ হিসেবে ২৩ নভেম্বর লাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রম সম্পন্ন হয়।
সকাল ৯ টায় শুরু হওয়া কর্মসূচির উদ্বোধন করেন লাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুজিত কুমার বড়–য়া শিমুল ও প্রধান শিক্ষক শেলী চৌধুরী।
উদ্বোধনে বক্তারা বলেন, জাতির জনকের কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিচক্ষণতায় বাংলাদেশ উন্নত রাষ্ট্র না হয়েও বিশ্বের উন্নত প্রভাবশালী রাষ্ট্রসমূহের সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করে ‘ভ্যাকসিন কূটনীতি’তে জয়ী হয়েছে। তাই দেশের শিশু থেকে বয়ঃবৃদ্ধ সকলেই করোনার টিকা পাচ্ছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাসমত আলী, বিদ্যালয়ের শিক্ষক মেরী মজুমদার, শিখাশ্রী দত্ত, পপি বড়ুয়া, সীমা দাশ, মোহাম্মদ মনছুর আলম, সঞ্চিতা বড়ুয়া, রূপনা দাশ, প্রিয়াংকা সরকার, সঞ্জয় শীল ও দীপন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। টিম প্রধান রওশন আকতার এর তত্ত্বাবধানে টিকা দান কার্যক্রম সম্পন্ন করেন লক্ষী চৌধুরী ও মোহাম্মদ আলী হোসেন। বিজ্ঞপ্তি